লা রিভে দুর্গাপূজা কালেকশন |

লা রিভে দুর্গাপূজা কালেকশন

lereve puja 2022

দেশের অন্যতম শীর্ষস্থানীয় ফ্যাশন ও অনুষঙ্গ ব্র‌্যান্ড লা রিভ লঞ্চ করেছে পূজা’ ২২ কালেকশন। নারী, পুরুষ ও শিশু-সবার জন্য পূজার ভিন্নধর্মী এই কালেকশনটি ইতিমধ্যে সকল আউটলেট ও অনলাইনে পৌঁছে গেছে।

লা রিভের প্রধান নির্বাহী পরিচালক মন্নুজান নার্গিস বলেন, পূজা মানেই বাঙালির চিরায়ত ডিজাইন আর রঙগুলির অনন্য সাধারণ কম্বিনেশন। এরসাথে শারদীয় প্রকৃতি থেকে বাছাই করা মোটিফ, রঙ এবং সিজনের জনপ্রিয় ডিজাইনগুলো দিয়ে লা রিভ সাজিয়েছে শারদীয় দুর্গাপূজার বিশেষ কালেকশনটি।’

লা রিভ পূজা কালেকশনে প্রাধান্য পেয়েছে লাল, সবুজ, ধুসর, নীল, মেরুন, হলুদ, বেইজ, পিচ ও গোল্ডেন কালার প্যালেট। লা রিভের জনপ্রিয় স্টাইলগুলোর পাশাপাশি পূজার জন্য যোগ হয়েছে ফ্রক স্টাইল ও লঙ প্যাটার্ন টিউনিক, গাউন, আঙরাখা প্যাটার্ন সালোয়ার কামিজ, স্কার্ট-কামিজ সেট, শারারা স্যুট, কটন, হাফসিল্ক ও এক্সক্লুসিভ মসলিন শাড়ি। উৎসবের কথা মাথায় রেখে পুরষের জন্য ডিজাইন করা হয়েছে সিল্ক, ইন্ডি কটন ও হাফসিল্কের পাঞ্জাবি, সাথে ডিজিটাল প্রিন্টের কটন ও ভিসকোস পাঞ্জাবিও যোগ করা হয়েছে। ছেলে, মেয়ে ও নবজাতক শিশুদের জন্যে পাঞ্জাবি, শার্ট, টিশার্ট, পোলো, ফ্রক, টিউনিক, সালোয়ার কামিজ সেট, উভেন সেট ও ম্যাচিং কম্বো ডিজাইন করা হয়েছে।

লা রিভের পূজা’২২ কালেকশন পাওয়া যাচ্ছে খুলনা, সিলেট, রাজশাহী, নারায়নগঞ্জ ও চট্টগ্রামসহ ঢাকার প্রতিটি স্টোর ও অনলাইনে www.lerevecraze.com। বিস্তারিত জানতে লগইন করুন লা রিভের অফিসিয়াল ফেসবুক পেজ www.facebook.com/lerevecraze

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • No products in the cart.

Filters

x