Le Reve Exotic Falgun & You!
Show your moment of colors in a Le Reve Style Video
Le Reve Exotic Falgun & You: share your moment of colors চ্যালেঞ্জ লা রিভ পোশাকের সেরা স্টাইল-ভিডিও করার চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জে অংশগ্রহনকারীকে টিকটক, ইনস্টাগ্রাম বা ক্যামেরায় ১৫-৫৯ সেকেন্ডের স্টাইল ভিডিও রেকর্ড করতে হবে। সেই ভিডিও’র ক্যাপশনে #lereveexoticfalgun&you #shareyourmomentofcolors #ফাগুনলেগেছেবনেবনে লিখে পোস্ট বা শেয়ার করতে হবে নিজের ফেসবুক ওয়ালে। পোস্টের প্রাইভেসি পাবলিক হতে হবে এবং অংশগ্রহনকারীকে অবশ্যই লা রিভের পোশাক পরিহিত হতে হবে। লা রিভ জুরিবোর্ডের বিচারে নির্বাচিত ৩জন বিজয়ী পাবেন যথাক্রমে ১৫,০০০ টাকা, ১০,০০০ টাকা ও ৫০০০ টাকা সমমূল্যের গিফট ভাউচার!
কীভাবে অংশগ্রহন করবেন?
চ্যালেঞ্জে অংশগ্রহন করতে ১৫-৫৯ সেকেন্ডের ভিডিওতে দেখাতে হবে আপনার সেরা লা রিভ স্টাইল-মুভস। ভিডিও ধারণ করা যাবে টিকটক, ইনস্টাগ্রাম রিলস ও বুমেরাং এবং ক্যামেরার ভিডিও অপশনে। ব্যাকগ্রাউন্ড মিউজিক ও ফিল্টার অপশন ব্যবহার করা যাবে কিন্তু পরনের লা রিভ পোশাকটিকে কীভাবে হাইলাইট করছেন তা’ই প্রধান বিবেচ্য হবে।
জিতে নিন এক্সট্রা পয়েন্ট!
অংশগ্রহনকারীদের জন্য রয়েছে এক্সট্রা পয়েন্ট জেতার সুযোগ! এই পোস্টে কমেন্ট করে নিজের বন্ধুদের চ্যালেঞ্জ করলেই পেয়ে যাবেন এক্সট্রা পয়েন্ট। যত বন্ধুকে অংশগ্রহনের জন্য চ্যালেঞ্জ করবেন, আপনার পোস্টের পক্ষে লা রিভ জুরি বোর্ডের বিচারে তত পয়েন্ট যোগ হবে।
বিজয়ীরা যা পাচ্ছেন:
১ম বিজয়ী: ১৫,০০০ টাকা গিফট ভাউচার
২য় বিজয়ী: ১০,০০০ টাকা গিফট ভাউচার
৩য় বিজয়ী; ৫,০০০ টাকা গিফট ভাউচার
অংশগ্রহনের শেষ তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০২২
শর্তাবলী:
1. পোস্টের প্রাইভেসি পাবলিক হতে হবে।
2. অংশগ্রহনকারীকে অবশ্যই লা রিভ পোশাক পরতে হবে।
3. ১জন অংশগ্রহনকারী চ্যালেঞ্জের জন্য ১টিই ভিডিও পোস্ট করতে পারবেন। ভিডিওর দৈর্ঘ্য হবে ১৫ থেকে সর্বোচ্চ ৫৯ সেকেন্ড।
4. টিকটক, ইনস্টাগ্রাম রিলস ও বুমেরাং এবং ক্যামেরার ভিডিও অপশনে ভিডিও ধারণ করা যাবে। তবে তা ফেসবুকে পোস্ট বা শেয়ার না করলে জুরি বোর্ডের বিচারের জন্য বিবেচ্য হবে না।
5. ভিডিওর ক্যাপশনে #lereveexoticfalgun&you #shareyourmomentofcolors #ফাগুনলেগেছেবনেবনে লেখা বাধ্যতামূলক।
6. ভিডিওতে স্বত্ত্ববিহীন গান/ইন্সট্রুমেন্ট মিউজিক ও ফিল্টার ব্যবহার করা যাবে। পোশাকের স্টাইলিংই ভিডিওর মূখ্য বিষয়। স্টাইলিং ব্যতীত শুধুমাত্র মুখাবয়ব/স্কিট গ্রহনযোগ্য নয়। সর্বোপরি, ব্যকগ্রাউন্ড মিউজিকের স্বত্বসংক্রান্ত কোনরূপ দায়িত্ব ও দায়ভার লা রিভ কর্তৃপক্ষ বহন করবে না।
7. কমেন্টে বন্ধুদের চ্যালেঞ্জ করা বাধ্যতামূলক নয়। তবে, যতোজনকে মেনশন করবেন-আপনার পোস্টের পক্ষে ততো পয়েন্ট জুরি বোর্ডের বিচারে যোগ হবে।
8. লাইক, কমেন্ট ও শেয়ারের পরিমাণ অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু কোনপ্রকার ফেক লাইক, কমেন্ট ও শেয়ার বিবেচনা করা হবে না। সর্বোপরি, বিজয়ী নির্বাচনে লা রিভ জুরি বোর্ডের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গন্য হবে।
9. এই ক্যাম্পেইনের যেকোন ছবি ও ভিডিও লা রিভ তার ফেসবুক ওয়াল, ওয়েবসাইট ও মিডিয়া কভারেজে ব্যবহার করার অধিকার সংরক্ষণ করে।
10. কোন পূর্ব নোটিস ছাড়া যেকোন সময় এই চ্যালেঞ্জ স্থগিত, পরিবর্তন এবং যেকোন সময় যেকোন শর্ত সংযোজন ও পরিমার্জন করার সকল অধিকার লা রিভ কর্তৃপক্ষ সংরক্ষণ করে।